আলোক স্বল্পতার কারণে টেস্ট খেলা বন্ধ হয়ে গেলে অনেক রোমাঞ্চকর মুহূর্তও হারিয়ে যায়। সম্প্রতি সিডনি টেস্টেও ঘটেছে তেমন ঘটনা। এমনকি গতকাল শুক্রবার অমিমাংসিতভাবে শেষ হওয়া পাকিস্তা-নিউজিল্যান্ড টেস্টও আলোক স্বল্পতার কাছে হার মেনেছে। বাকি ওভারগুলো খেলা গেলে দুই দলের যে কারো কাছেই জয়ের সুযোগ ছিল।
এমন বেরসিক কাণ্ডের ইতি টানতে এবার টেস্টে ‘ব্যাড লাইট বল’ আনতে চায় অস্ট্রেলিয়া। যাতে করে আলোক স্বল্পতার সময়েও খেলা চালিয়ে নেওয়া যায়। আর এই প্রকল্পে বিনিয়োগ করতে স্বস্ফূর্তভাবেই রাজি আছে অজি ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, ‘আমরা এ বিষয়ে তাদের সাথে কথা বলবো, দেখছি কী করা যায়।’
তিনি আরও বলেছেন, ‘কারা আমাদের কাজে অংশীদার হবে, কীভাবে কাজ করব—এসব নিয়ে কথা বলতে হবে। কারণ, আইসিসি এটা নিয়ে কিছু করছে না। ক্রিকেটে এসব নিয়ে কেউ কাজ করছে না, তাই জায়গাটায় শূন্যতা বিরাজ করছে। কাউকে না কাউকে তো এটা করতে হবে। তাই আমরা এটা করতে চাই।’