English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কেকেআরে শাহরুখের জন্য আলাদা রোমাঞ্চ হচ্ছে না লিটনের

- Advertisements -

নাসিম রুমি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঝড় তুলেছিলেন। এরপর ঘরের মাঠে তার নেতৃত্বে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

লিটনের দারুণ পারফরম্যান্স তাকে এবার তুলে এনেছে আইপিএলের মঞ্চে। গেল সপ্তাহে অনুষ্ঠিত মিনি নিলামে ৫০ লক্ষ রূপি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যে দলটির অন্যতম মালিক বলিউড কিং শাহরুখ খান।

কলকাতার এবিপি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে লিটন জানিয়েছেন শাহরুখ খানের দল হলেও তাকে নিয়ে রোমাঞ্চিত নন তিনি।

লিটন বলছেন, ‘শাহরুখ দলের অন্যতম মালিক। তবে তার জন্য আলাদা রোমাঞ্চ হচ্ছে না। অবশ্য তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করব।’

অবশ্য প্রথমবার আইপিএলের মতো বড় লিগে খেলার সুযোগ পেয়ে যারপরনাই রোমাঞ্চিত লিটন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ায় অনুভূতিটা অন্যরকম, ‘দারুণ অনুভূতি। আইপিএলে সুযোগ পাওয়া সহজ নয়। আমি সৌভাগ্যবান যে, সেই সুযোগ পেয়েছি। কলকাতার দলে সুযোগ পেয়ে আলাদা অনুভূতি তো হচ্ছেই। দেশের বাইরে আছি মনেই হবে না।’

আইপিএলে নিজের লক্ষ্য কি জানতে চাইলে লিটন জানান, ‘লক্ষ্য আলাদা কিছুই না। আইপিএল বড় ইভেন্ট। জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক তারকা খেলে।

অনেক কিছু শিখে আসার সুযোগ পাব। আন্তর্জাতিক ম্যাচের মতোই হাইভোল্টেজ দ্বৈরথ হয় আইপিএলে। অভিজ্ঞতা সঞ্চয় করতে পারব। আইপিএলে খেলতে আমি মুখিয়ে আছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন