English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

কাল আইপিএল শুরু: কলকাতার সম্ভাব্যে একাদশে থাকছেন কারা?

- Advertisements -

আগামীকাল শনিবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথম দিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা এখনও দলে যোগ দেননি। প্রথম একাদশে তাহলে থাকছেন কোন কোন বিদেশি?

বেঙ্কটেশ আয়ার: গতবারের আইপিএলে দূরন্ত ছন্দে ছিলেন বেঙ্কটেশ। জায়গা করে নিয়েছিলেন ভারতীয় দলেও। সেখানে মিডল অর্ডারে খেলতে নামলেও আইপিএলে ফের ওপেনার হিসেবেই তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।

আজিঙ্কা রাহানে: ওপেনার হিসেবে বেঙ্কটেশের সঙ্গে শুরু করতে পারেন আজিঙ্কা রাহানে। ফিঞ্চ এখনও দলে যোগ দেননি। তিনি আসার আগে দলে জায়গা পাকা করে নিতে চাইবেন রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এই আইপিএলটাই রাহানের কাছে বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার।

শ্রেয়াস আয়ার: তিনিই অধিনায়ক। এর আগে শ্রেয়াস জানিয়েছিলেন তিনি তিন নম্বরে খেলতে পছন্দ করেন। সেই জায়গায় তাকেই রাখা হল। যদিও মিডল অর্ডারে যেকোনও জায়গায় খেলতে পারেন শ্রেয়াস।

নীতিশ রানা: শ্রেয়াস তিন নম্বরে খেললে চার নম্বরে নামতে পারেন নীতিশ। ব্যাট হাতে গত আইপিএলেও কলকাতার হয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এবারের দলেও বড় জায়গা পেতে পারেন নীতিশ।

স্যাম বিলিংস: উইকেটরক্ষক হিসেবে দলে আছেন তিনি। ব্যাটার হিসেবেও কার্যকরী। দুই ভূমিকাতেই জায়গা পেতে পারেন স্যাম বিলিংস। শেল্ডন জ্যাকসন দলে থাকলেও বিলিংসকেই এগিয়ে রাখতে পারে দল।

আন্দ্রে রাসেল: তাকে দলেই রেখে দিয়েছিল কলকাতা। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উপর ভরসা রাখছে কেকেআর। গতবারের চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে ভুগেছিলেন তিনি। কিন্তু ফিট থাকলে ব্যাট এবং বল হাতে কী করতে পারেন তিনি তা সকলেরই জানা।

মুহাম্মদ নবি: এবারের নিলামে আফগানিস্তানের অলরাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা। এক সময় টি-টোয়েন্টিতে আইসিসি’র ক্রমতালিকায় এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার কলকাতা দলে বড় ভূমিকা নিতে পারেন।

সুনীল নারাইন: ক্যারিবিয়ান স্পিনারকে এবারেও দলে রেখেছে কলকাতা। তার বিস্ময় স্পিন এখনও কতটা বিষাক্ত? প্রমাণ দিতে এবারের আইপিএলকে বেছে নিতেই পারেন নারাইন।

শিবম মাভি: পেস বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও কার্যকরী মাভি। নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি দলের ব্যাটিং গভীরতা বেশ কিছুটা বাড়িয়ে দিতে পারেন।

উমেশ যাদব: ভারতের অভিজ্ঞ এই পেসার এখন জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। এবারের আইপিএলে তার গতি ঝড় তুলবে? প্রমাণ করতে পারবেন তিনি নিজেকে?

বরুণ চক্রবর্তী: এই বিস্ময় স্পিনারের উপরেও ভরসা রেখেছে দল। তার ঘূর্ণি এবারের আইপিএলেও ঝড় তুলবে? অপেক্ষায় কলকাতার সমর্থকরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন