English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

‘কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’

- Advertisements -

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর, এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু আইনত এখনো তাঁরা স্বামী-স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় হাসিন কখনো খোলামেলা ছবিতে তাক লাগিয়ে দেন, কখনো আবার একমাত্র মেয়ের মিষ্টি মুহূর্ত পোস্ট করেন। কিন্তু নেট মাধ্যমে তাঁর উপস্থিতি সর্বদাই চোখ টানে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখেছেন হাসিন, তা ঘিরে রীতিমতো হৈচৈ। সেখানে সবুজ রঙা ব্যাকগ্রাউন্ডে বড় বড় সাদা হরফে লেখা, ‘মরে যাওয়াই ভালো কারো কাছ থেকে গুরুত্ব পাব এমনটা ভিক্ষা চাওয়ার চেয়ে’।  এই পোস্ট দেখে অনেকেই ভাবতে থাকেন, তবে কি শামির উদ্দেশে এই বার্তা দিলেন হাসিন? তাঁর লক্ষ্য আদতে কে? কার সামনে নিজের গুরুত্ব বোঝাতে চাইছেন তিনি!

কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ‘শামি ভাইয়ের ওপর এত রাগ!’, কেউ আবার লিখেছেন, ‘নিজের জীবন, নিজের মতো করেই বাঁচো’। হাসিনের এই চাঞ্চল্যকর পোস্টের ক্যাপশনটি পড়লে অবশ্য হাসিনের মনের ভাবনা খানিকটা স্পষ্ট হয়। সেখানে শামির স্ত্রী লিখেছেন, ‘এটা (এই বার্তাটা) সেইসব মানুষদের জন্য, যাঁরা অন্যের জন্য নিজের জীবনটা কষ্টে কাটায়।’

শামির সঙ্গে হাসিনের দাম্পত্যকলহের কথা এত দিনে কারো অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে প্রায়ই কটাক্ষের শিকার হন হাসিন। যদিও এই বিতর্ককে কেয়ার না করেন হাসিন। একের পর এক সাহসী ছবি পোস্ট করেন তিনি।

পেশায় মডেল হাসিন আইপিএলে চিয়ার লিডার হিসেবে কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনী ক্যাম্পেইনের সঙ্গেও যুক্ত থেকেছেন হাসিন। কলকাতার মেয়ে হাসিনের সঙ্গে শামির আলাপ আইপিএলের ফাঁকেই। প্রেম পর্বের পর ২০১৪ সালের ৬ জুন বিয়ে করেছিলেন তাঁরা৷ দুজনের এক কন্যাসন্তানও রয়েছে। ২০১৮ সাল থেকেই ঝামেলা শুরু তাঁদের। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত এনেছিলেন তিনি! তাঁর দাবি ছিল, ভারতীয় তারকা পেসার জড়িয়েছেন পরকীয়া সম্পর্কে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন