নাসিম রুমি: ভারতের তারকা দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ছেলের জন্মের পর লন্ডন থেকে দেশে ফেরার সময়ে ফটোসাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
কিন্তু আনুশকা সে সময় অনুরোধ করেছিলেন, ছেলের সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে কোনো ছবি কোথাও প্রকাশ করতে পারবেন না। সে অনুরোধ রক্ষা করার জন্য এবার তাদের ধন্যবাদ জানিয়ে উপহার পাঠালেন বিরাট-আনুশকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কথা রাখার জন্য ফটোসাংবাদিকদের উপহার পাঠালেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বাচ্চাদের গোপনীয়তা রক্ষার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করলেন দম্পতি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একজন ফটোসাংবাদিক বিরুষ্কার পাঠানো উপহারের একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টর ক্যাপশনে লিখেছেন, ‘আজ, আমরা আমাদের বাসভবনে একটি চিন্তাশীল উপহার পেয়েছি।
পাওয়ার কাপল বিরাট-অনুষ্কা দ্বিতীয় সন্তানের আগমনের জন্য আনন্দ প্রকাশ করেছে। উপহারের সঙ্গে ছিল একটি মিষ্টি বার্তা।’