নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন প্রায় তিন বছর হয়ে গেল। কিন্তু এখনো ভারতের অর্থনীতিতে আগের মতো অবদান রেখে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের আয়কর বিভাগের দেওয়া তথ্যমতে, এবারও এককভাবে নিজ শহর ঝাড়খন্ডের সবচেয়ে বেশি করদাতা হয়েছেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকে ঝাড়খন্ডে সর্বোচ্চ করদাতার অবস্থানটা ধোনি নিজের দখলেই রেখেছেন।
২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ধোনি। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর এত দিন পরও আয় কমেনি সাবেক এই ভারতীয় অধিনায়কের, যা তাঁকে ধারাবাহিকভাবে করদাতাদের তালিকায় শীর্ষে থাকার সুযোগও করে দিয়েছে।
ভারতের কর বিভাগ বলছে, ২০২২-২৩ সালে ধোনির আয় ছিল আগের আর্থিক বছরের প্রায় সমান। আর গত ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরের জন্য আয়কর বিভাগে অগ্রিম ৩৮ কোটি রুপি কর প্রদান করেছেন। এর আগে ২০২০-২১ সালের ধোনি আগাম কর প্রদান করেছিলেন প্রায় ৩০ কোটি রুপি।
বিশেষজ্ঞদের হিসাব বলছে, ধোনি যদি ৩৮ কোটি রুপি কর হিসেবে প্রদান করেন, তার মানে তাঁর আয় আনুমানিক ১৩০ কোটি রুপি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রায় তিন বছর পরও ধোনির এই আয়কে ঈর্ষণীয় বলতে হয়।