English

24 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
- Advertisement -

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন নবী

- Advertisements -

নাসিম রুমি: আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেন।

Advertisements

নাসিব খান বলেন, ‘হ্যাঁ, নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন এবং তিনি বোর্ডকে এ ব্যাপারে কয়েক মাস আগেই জানিয়েছেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তিনি ওডিআই ক্যারিয়ার শেষ করতে চান, এবং আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’ নাসিব আরও জানান যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নবী টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Advertisements

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে হাফ-সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন নবী। ওডিআইতে তার ১৬৫ ম্যাচে ৩৫৪৯ রান সংগ্রহ এবং ১৭১ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে, ব্যাটিং গড় ২৭.৩০।

শারজায় চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে বিপক্ষে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবী, যা তার দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়তে সহায়ক হয়। আল্লাহ গজনফারের ছয় উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান সেই ম্যাচে জয়লাভ করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন