নাসিম রুমি: হার্ট অ্যাটাকের পর ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে এখনো এই ঘটনাকে মেনে নিতে পারছেন না তামিম ইকবাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মানসিক চাপে ভুগছেন।
প্রথমে কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। পরে পুলিশি প্রটোকলে তাঁকে ঢাকায় আনা হয় এবং ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তামিমকে। তবে তিনি এখনো মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক নন, তাই একজন মনোবিদের সহায়তা নেবেন। ধারণা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
তামিম আরো কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, পরিবার ও ডাক্তারের পরামর্শে তামিমকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে। এই মুহূর্তে তামিম স্বাভাবিক কার্যক্রম করছেন বলে পরিবার ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল বিসিবির সাবেক পরিচালক ও এভরকেয়ার হাসপাতালের অন্যতম কর্ণধার খন্দকার জামিল বলেছেন, ‘তামিমকে ভালো দেখলাম, দেখে আমার কাছে ভালো লেগেছে। স্বাভাবিকভাবে কথা বলছে। আমার সামনে খাওয়া-দাওয়া করছে, বাথরুমে যাচ্ছে। আমি কোনো অস্বাভাবিকতা দেখিনি।
সে নিজেও বলছে, সবকিছু ঠিক আছে। কোনো সমস্যা হচ্ছে না ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, সবকিছু ভালো আছে বলে তারা জানিয়েছেন। এখন তামিমের অবস্থা দেখে মনে হচ্ছে। বিপদ কেটে গেছে।’ গতকাল তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, ‘যে চিকিৎসা দরকার ছিল, সেটি হয়ে গেছে। রিং লাগানো হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে গিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। সেটি কেবল দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য।