জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী খেলেছে রংপুরের বিপক্ষে। রাজশাহী অধিনায়ক শান্ত করেছেন ৯ বলে ৬ রান। দল ১৮৯ রানের পাহাড়সম স্কোর করলেও রংপুর জিতেছে হেসেখেলে। ২ ওভার হাতে রেখে শান্তদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে রংপুর।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলেছেন সাব্বির হোসেন। তিন নম্বরে নেমে ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। সাব্বিরের স্কোরই রাজশাহীর ইনিংস সর্বোচ্চ স্কোর। ৭ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন গোলাম কিবরিয়া।
ছয় নম্বরে নেমে ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় এই ইনিংস খেলেছেন কিবরিয়া। রংপুরের আলাউদ্দিন বাবু ও রিজওয়ান নিয়েছেন ৩ উইকেট।
এদিকে সিলেট একাডেমি গ্রাউন্ডে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ঢাকা। ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মহানগর। টস জিতে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে ঢাকা মহানগর। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন দলটির অধিনায়ক নাঈম শেখ।
জয়ের লক্ষ্যে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রানে থেমে যায় ঢাকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা মহানগরের আনিসুল ইসলাম। ৪ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১৩ বলে ২৩ রান।