জহিরুল ইসলাম মিশু, সিলেট ব্যুরো: অবশেষে টানা তিন ম্যাচ হারার পর জয়ের দেখা পেল সিলেট বিভাগ।আজ রবিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা খুলনা বিভাগকে ৬ উইকেটে হারিয়েছে।প্রথমে ব্যাট করতে নেমে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে।খুলনার পক্ষে সর্বোচ্ছ রান করেন অধিনায়ক নুরুল হক সোহান।
তিনি ৩৪ বল খেলে ৪৮ রান করেন।সিলেটের পক্ষে ২টি করে উইকেট নেন এবাদত হোসেন ও তোফায়েল আহমেদ।জয়ের জন্য ১৪৫ রান তাড়া করতে নেনে ১৮.৩ ওভারে জয় পায় সিলেট।সিলেটের পক্ষে সর্বোচ্ছ রান করেন জিসান আলম।তিনি ৪৮ বল খেলে ছয়টি ছয় ও চারটি চারের সাহায্যে ৭৩ রান করেন।
তিনি ম্যাচ সেরা ও নির্বাচিত হয়েছেন। এদিকে একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর ম্যাচে শেষ বলে সালমান হোসেনের বাউন্ডারিতে চট্টগ্রাম বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগ।প্রথমে ব্যাট করে বরিশাল তামিম ইকবাল এর ৫৪ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে।
বরিশালে পক্ষে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদি হাসান।১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় জয় পায় বরিশাল।
শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ২৬ রানের।বরিশালের সালমান হোসেনের দৃঢ়তায় জয়ের লক্ষ্যে পৌছে যায় বরশাল।সালমান ২৮ বলে চারটি ছয় ও দুইটি চারের সাহায্যে ৫৩ রান করেন।ম্যাচ সেরাও হয়েছেন তিনি।