English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

এনসিএলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: এনসিএলে এরই মধ্যে দুটি দল ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল ঢাকা মহানগরকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ঢাকা মহানগর আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া একাদশ বিপিএলকে পাখির চোখ করেই জাতীয় লিগের আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিকেটাররা।

এদিকে এনসিএলের ফেসবুক পেজে বিসিবি এরই মধ্যে জানিয়ে দিয়েছে লিগ চ্যাম্পিয়নদের প্রাইজমানিসহ আরও কিছু পুরস্কারের অর্থমূল্য। জাতীয় লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ দল ১০ লাখ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা। সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ৫০ হাজার টাকা করে।
এবারের এনসিএল টি-টোয়েন্টির পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন