বাংলাদেশ দল কি আইসিসির কাছে অভিযোগ জানাবে? বাংলাদেশ দলের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, সুযোগ থাকলে তারা এটা নিয়ে কথা বলবেন।
কিন্তু পরিস্থিতিটাও মাথায় রাখতে বললেন বিসিবি পরিচালক। বললেন, এটা তো স্কুল না যে কিছু হলেই হেডমাস্টারের কাছে গিয়ে নালিশ করবেন।
বিরতির পর আম্পায়াররা খেলা শুরু করতে চাইলে সাকিব আল হাসানকে অনেকটাই অসন্তুষ্ট দেখা যায়। কী কথা হয়েছিল সাকিবের সঙ্গে আম্পায়ারের?
জালাল ইউনুস বললেন, ‘কথা হয়েছে আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে তবে আম্পায়ার বলেছেন আমি এটা খেয়াল করিনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে ইরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছে।’
‘সাকিব বারবার (আম্পায়ারকে) বলছিল, তুমি আরেকটা সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু কর। কিন্তু তারা…আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা, আপনি খেলবেন কি খেলবেন না।’