English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখেলে জিতে যাবে: শোয়েব আখতার

- Advertisements -

এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। ফেভারিট ভারতও যে দাপটের সঙ্গে ফাইনালে গেছে, তা নয়। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে তারা। এই হারের পর ফাইনালের আগে চাপ বেড়েছে রোহিত শর্মার। তাই ফাইনালটা যে একপেশে কোনো ম্যাচ হবে না, সেটি মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

শ্রীলংকার কাছে পাকিস্তানের হার এবং বাংলাদেশের কাছে ভারতের হার বদলে দিয়েছে অনেক ধারণা। বিশ্বকাপে কেউ যে পরিষ্কার ফেভারিট নয়, সেই বার্তাও মিলেছে এ দুই ম্যাচ থেকে।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েবও মনে করিয়ে দিলেন সে কথা, ‘আমরা ধারণা করতে পারিনি বাংলাদেশের কাছে ভারত হারবে। কিন্তু তারা হেরেছে। এটা লজ্জাজনক হার। পাকিস্তান শ্রীলংকার কাছে হেরেছে এবং এখন তারা এশিয়া কাপের বাইরে। এটা আরও বড় লজ্জা। ভারত তো অন্তত ফাইনাল খেলছে। তারা সব হারায়নি। বাংলাদেশের বিপক্ষে হারটা তাদের জন্য একটা সতর্কবার্তা ছিল। তাদের উচিত ফাইনালে জয় নিশ্চিত করা। কিন্তু এর জন্য তাদের অনেক ভালো খেলতে হবে।’

তবে শ্রীলংকা যে এই ম্যাচে ছেড়ে কথা বলবে না, তাও মনে করিয়ে দিয়েছেন শোয়েব, ‘এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখেলে জিতে যাবে। এমন কিছুই হবে না। কঠিন এক লড়াই হতে যাচ্ছে। শ্রীলংকাও মাঠে নামবে ভারতকে হারাতে। এই ম্যাচে যে কেউ জিততে পারে। ভারত বাংলাদেশের কাছে হেরেছে। তাদের জেগে উঠতে হবে।’

বাংলাদেশের কাছে ভারতের হারে পাকিস্তানিরা খুশি হয়েছেন বলেও মন্তব্য করেছেন শোয়েব। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছেন। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলংকার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন