টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের বোলিং তোপে দিশেহারা অস্ট্রেলিয়া। দলীয় ২১ রানের মাথায় ৪ উইকেট হারিয়েছে অজিরা।
৬.১ ওভারে দলীয় ২১ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। ওয়ার্নার ও ম্যাক্সওয়েলকে আউট করেন ক্রিস ওকস। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথকে ফেরান ক্রিস জর্ডান। মার্কাস স্টয়নিসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে পাঠান আদিল রশিদ।
স্টিভেন স্মিথ জর্ডানকে পুল করতে গিয়ে মিডঅনে ক্যাচ আউটের শিকার হন। ৫ বলে ১ রান করে আউট হন স্মিথ। তার ক্যাচটি মিডঅনে হাওয়াই ভেসে এক হাতে লুফে নেন ওকস।
অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় পজিশনে আছে। অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন