জহিরুল ইসলাম মিশু,সিলট ব্যুরো: একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে।
সিলেট টেস্টে চতুর্থ দিন বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ১৭৪ রানের সেশন ছোঁয়া দূরত্বে লক্ষ্য পায় তারা।
বাংলাদেশর পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।
উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।