আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন জো রুটরা। এই সফরে ইংল্যান্ড ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিযুক্ত হলেন পল কলিংউড।
ওই সিরিজকে সামনে রেখেই সহকারী কোচ কলিংউডের হাতে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির পক্ষ থেকে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কলিংউডকে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা ঘোষণা করা হয়।
অ্যাসেজ সিরিজের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। সহকারী কলিংউডের হাতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব তুলে দেয় ইসিবি। যদিও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-৩ ব্যবধানে হারতে হয় ব্রিটিশদের।