নাসিম রুমি: এবারের বিশ্বকাপে নাজেহাল অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডদের। অবস্থা কতো নেজেহাল, তা আরও একবার দেখা গেলো শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ বলে ৪৩ রান করেন বেন স্টোকস।
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারায় লঙ্কানরা। তবে এরপর সাদিরা সামবিক্রমা ও পাথুম নিশান্কার ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।
এই দুই ব্যাটারের ফিফটিতে ১৬ ওভার ৪ বল বাকী থাকতে ৮ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।