ক্রিকেটে ঐতিহাসিক এক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমেই ইতিহাস গড়েছে তারা। বুধবার রাতে আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লডারহিলে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে যুক্তরাষ্ট্র। গাজানন্দ সিং ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। সুশান্ত করেন ৩৯ বলে ৫০ রান। এছাড়া মার্টি কেইন ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৮৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ড ২০ ওভারে ১৬২ রান তুলতে সমর্থ হয়। পল স্টারলিং ১৫ বলে ৩১ রান করেন। লরকার টাকার ৪৯ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি করে উইকেট নেন সৌরভ নেত্রাভাল্কার, আলি খান ও নিসর্গ প্যাটেল।