নাসিমরুমি: ৩ অক্টোবর ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি দেওয়া হয়েছে দুঃসংবাদ! টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না জাসপ্রিত বুমরাহ। আনুষ্ঠানিকভাবে ভারতীয় এই ক্রিকেটারের বাদ পড়ার খবরটি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।
বলা হয়েছে, সংগত কারণেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাইরে রাখা হয়েছে এই পেসারকে। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন বুমরাহ। সেই চোটই শেষ করে দিল তার বিশ্বকাপ।
বাদ পড়ে সংগতভাবেই হতাশ বুমরাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানে নিজের হতাশা আর প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেন এই তারকা পেসার।
বুমরাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি হতাশ যে আমি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হব না, তবে আমার প্রিয়জনদের কাছ থেকে যে শুভেচ্ছা, যত্ম এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমি সুস্থ হওয়ার পরই দলকে উৎসাহিত করব, পাশে থাকবো।