নাসিম রুমি: নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তে সারা দেশেই নানা আলোচনা-সমালোচনা চলছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ বিকেলে এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
সাবিনাদের মিয়ানমার না পাঠানোর বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কাজী সালাউদ্দিন এক পর্যাযে বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাকে ফোন করেছিল। দল পাঠাতে আর্থিক সাহায্যের কথাও জানিয়েছে। আর্থিক সমস্যার কথা প্রধানমন্ত্রীকে কেন জানাইনি, এ কথাও আমাকে বলা হয়েছে।’
সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন ?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে খানিকটা খোচা দিয়ে বলেছেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’