টেস্ট সিরিজ হারের জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার উইন্ডিজের কাছে সিরিজ হারের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান।
তিনি বলেন, আমি চেয়েছিলাম রিয়াদকে কিন্তু ওরা নিয়েছে সৌম্যকে।
উল্লেখ্য, আজ ২৩১ রানের লক্ষে ব্যাট করতে নামে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসে তামিমরা। শেষ পর্যন্ত মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট মাত্র ১৭ রানে হারে বাংলাদেশ। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মুমিনুল বাহিনী।