English

16 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

আমাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল: সৌরভ গাঙ্গুলী

- Advertisements -

নাসিম রুমি: গ্রেগ চ্যাপেলের আমলে জাতীয় দলের অধিনায়কত্ব যাওয়া নিয়ে আবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছেন, তাকে বাধ্য করা হয়েছিল জাতীয় দলের নেতৃত্ব ছাড়তে। শিক্ষক দিবস উপলক্ষ্যে একটি ভিডিওতে নিজের ক্রিকেটজীবনের নানা ঘটনা তুলে ধরেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। তার মাঝে আছে নেতৃত্ব ছাড়ার ঘটনাটিও।

২০০৫ সালে সৌরভকে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে দল থেকেও বাদ পড়েন। সৌরভ বলেছেন, ‘২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল।

খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি। তাই শুধু আমার নয়, দলের২০০৫ সালে সৌরভকে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে দল থেকেও বাদ পড়েন। সৌরভ বলেছেন, ‘২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি। তাই শুধু আমার নয়, দলের সবার আক্ষেপ ছিল। ‘

সবার আক্ষেপ ছিল। ‘২০০৫ সালে সৌরভকে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে দল থেকেও বাদ পড়েন। সৌরভ বলেছেন, ‘২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা মেটাতে ২০০৭ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০০৩ বিশ্বকাপের পর আমাদের নতুন কোচ এসেছিলেন। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল।

শেষ পর্যন্ত কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। খুব কাছাকাছি গিয়েও ২০০৩ সালের বিশ্বকাপ জিততে পারিনি। তাই শুধু আমার নয়, দলের সবার আক্ষেপ ছিল। ‘

সৌরভ আরও বলেন, ‘দলের সবাই স্বপ্নপূরণের জন্য আরও একটা সুযোগ চাইছিল। সে সময়ই আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বলা ভালো, আমাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল। অথচ তখন দলের ভালোর জন্য খেলতে চেয়েছিলাম। নিজের সবটুকু দলকে দিতে চাইছিলাম। ‘ সৌরভ অবশ্য জানাননি, কে বা কারা তাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেছিলেন। বিষয়টিকে ক্রিকেটজীবনের উত্থান-পতনের অংশ হিসাবেই তিনি গ্রহণ করেছেন।

শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলের দুর্নাম না করে তার কাছ থেকে কী কী শিখেছেন, সেটা বলেছেন সৌরভ। তার ভাষায়, ‘২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর একটা লক্ষ্য স্থির করেছিলাম। সে বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ছিল। ঠিক করেছিলাম অস্ট্রেলিয়াকে ওদের মাটিতেই হারাব। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে সাত দিন বিশেষ অনুশীলন করেছিলাম। সেই অনুশীলন আমাকে খেলোয়াড় হিসাবে অনেক উন্নত করেছিল। ফল পেয়েছিলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন