নাসিমরুমি: আবুধাবি টি-টেন লিগের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলভুক্ত করেছে স্বাগতিক দল টিম আবুধাবি। এ নিয়ে ৪ জন ক্রিকেটার এবারের টি-টেন লিগে দল পেলেন।
ড্রাফটে দল পাওয়া প্রথম দুই বাংলাদেশি নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরীর জায়গা হয়েছে একই দলে। তাদের দুজনকেই দলে ভিড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স, যে দলের আইকন ক্রিকেটারের ভূমিকায় আছেন সাকিব আল হাসান।ড্রাফটের শেষদিকে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় টিম আবুধাবি।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর, ৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে অনুষ্ঠিত হবে ফাইনাল। বল মাঠে গড়ানোর আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।
গত আসর পর্যন্ত ৬টি দল অংশ নিলেও এবার এতে অংশ নেবে মোট ৮টি দল।