নাসিম রুমি: বিশ্বকাপের আগে ব্রিসবেনে বাংলাদেশী প্রবাসী কমিনিউটির সংবর্ধনা অনুষ্ঠানে মেজাজ হারিয়েছেন এই অলরাউন্ডার। এমনটাই অভিযোগ করছেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।
ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশীরা শুক্রবার ক্রিকেটারদের জন্য সংবর্ধনার আয়োজন করেছিলেন শহরের ভিক্টোরিয়া চার্চে। নিমন্ত্রণ রক্ষা করে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানেই সাকিব আল হাসান প্রবাসীদের সাথে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানান। বাচ্চাদের সাথেও বাজে ব্যবহারের অভিযোগও আসছে প্রবাসীদের থেকে।
একজন প্রবাসী বলেন, ’তিনি যেটা করেছেন, তা অপ্রত্যাশিত। অতিথিরা ছবি তুলতে গেলে সাকিব বলে, এটা কি চিড়িয়াখানা? অথচ আমরা অন্য দলের ক্রিকেটারদের সাথেও ছবি তুলেছি, কথা বলেছি। সেখানে তো সাকিব আমাদের ক্রিকেটার।’
আরেকজন প্রবাসী বলেন, খেলোয়ারদের হলের ভেতরে নেয়ার জন্য গেটে ১৫ জন শিশুকে রাখা হয়েছিল। তাদের একজন সাকিবের হাত ধরতেই ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেন তিনি। তবে বাকি ক্রিকেটাররা শিশুদের হাত ধরে ভেতরে গেছেন। আবার দলের বাকি ১৪ জন ক্রিকেটার অটোগ্রাফ দিলেও সাকিব সেই আবেদনে সাড়া দেননি। এমনকি সাকিবকে বক্তব্য দিতে আহ্বান জানালে শুধু ‘ধন্যবাদ’ দিয়ে বক্তব্য শেষ করেন।