English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আফ্রিদির বয়স নিয়ে হাসাহাসি!

- Advertisements -

বুড়ো বয়সেও বাইশ গজে খেলে যাচ্ছেন শহিদ আফ্রিদি। আজ ১ মার্চ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আজ সকালে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। এই ধন্যবাদ জানাতে গিয়েই পড়ে গেছেন মহাবিপাকে। সোশ্যাল সাইট ব্যবহারকারীরা তার বয়স নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছেন। আফ্রিদির আসল বয়স কত, তা জানতে সোশ্যাল সাইটে শুরু হয়েছে টুইট যুদ্ধ।

আফ্রিদি আজ টুইটারে লিখেছিলেন, ‘আপনাদের জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। ৪৪ হয়ে গেল আজ! আমার পরিবার এবং সমর্থকরাই সব থেকে বড় সম্পদ। মুলতানের হয়ে সময়টা খুব উপভোগ করছি। আশা করি আগামী দিনে আরও ম্যাচ জিতিয়ে সমর্থকদের আনন্দ দিতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেখাচ্ছে, আফ্রিদির জন্ম ১ মার্চ, ১৯৮০, যার অর্থ তার এখন ৪১ বছর বয়স। টুইটে সেটাই তুলে ধরেছেন পাকিস্তানের সাংবাদিক দানিয়াল রসুল। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহিদ আফ্রিদি। অফিসিয়ালি ওয়েবসাইটের তার বয়স ৪১, আত্মজীবনীতে লেখা ৪৬, এখন দেখলাম ৪৪!’

আর এক সমর্থক লিখেছেন, ‘এ নিয়ে কিছু বলার দরকার নেই! আফ্রিদির কাছে বয়স নেহাতই একটা সংখ্যা, সে ৪১ই হোক বা ৪৪!’ আরেক সমর্থক ঠাট্টা করে বলেছেন’, ‘১৯৯৬ সালে অভিষেকের সময় আফ্রিদির বয়স ছিল ১৬। সেটা ধরলে, সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। মাত্র ২৫ বছরে তার ২৮ বছর বয়স বেড়ে গেছে।! উল্লেখ্য, আফ্রিদি বছর দুয়েক আগে বলেছিলেন, অভিষেকের সময় তার বয়স ছিল ১৯।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন