জহিরুল ইসলাম মিশু, সিলেট ব্যুরো: কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশতম আসরের সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়ে বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।সিলেট পর্বে ১২টি মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর হবে চট্টগ্রামে আরও ১২ ম্যাচ। পরে বিপিএল আবার ঢাকায় ফিরবে। এদিকে বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে।
তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাচ্ছে সিলেট পর্বের টিকিট।সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।অনলাইনে টিকেট পাবেন https://www.gobcbticket.com.bd থেকে।
ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে অনলাইনে টিকেট কাটলে টিকেটের প্রিন্টেড কপি সাথে নিতে হবে না। আপনার ফোনে থাকা টিকেট দেখালেই গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তবে বুথ থেকে টিকেট কিনলে তা সাথে নেয়া লাগবে। বিপিএলে সিলেট পর্বের সময়সূচি তারিখ
তারিখ ম্যাচ সময়
৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মিনিট
৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা বেলা ১-৩০ মিনিট
৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল সন্ধ্যা ৬-৩০ মিনিট
৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং সন্ধ্যা ৬-৩০ মিনিট
১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা বেলা ২টা
১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা সন্ধ্যা ৭টা
১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা বেলা ১-৩০ মিনিট
১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং বেলা ১-৩০ মিনিট
১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা সন্ধ্যা ৬-৩০ মিনিট