English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

আইপিএল খেলতে কবে যাচ্ছেন মুস্তাফিজ, জানালেন জালাল ইউনুস

- Advertisements -

নাসিম রুমি: আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত আসরে প্রথমবার খেলতে এসেই বাজিমাত করেছিল গুজরাট। হার্দিক পাণ্ডের নেতৃত্বে পেয়েছিল শিরোপার স্বাদ। এবারও পাণ্ডে, শুভমান গিল, রশিদ খানদের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আইপিএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তাঁদের মধ্যে আপাতত মুস্তাফিজুর রহমান বিসিবির ছাড়পত্র পেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ফ্রি আছে মুস্তাফিজ। ৩ (এপ্রিল) তারিখ ও ভারতে যাচ্ছে। দিল্লি ক্যাপিটালস নিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। তবে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান ও লিটন দাসের ‘আইপিএল ছুটি’ অপরিবর্তিত আছে বলেই জানিয়েছেন জালাল, ‘আমার জানা মতে দুজনেই (আয়ারল্যান্ডের বিপক্ষে) টেস্ট খেলবে। এই পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন