English

32 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি রুপি

- Advertisements -

নাসিমরুমি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য মোট ৯৯১ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশী। যেখানে সর্বোচ্চ ৫৭ জন অস্ট্রেলিয়ার; বাংলাদেশের আছেন ছয়জন। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে হবে নিলাম।

গতকাল শুধু সংখ্যা প্রকাশ পেলেও আজ প্রকাশ পেয়েছে সেই ছয় ক্রিকেটারের নাম ও ভিত্তিমূল্য। এই ছয় ক্রিকেটার হলেন- নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান।

প্রায় এক দশক যাবৎ আইপিএলের পরিচিত মুখ ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’টা শিরোপাজয়ী সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ রুপি। আর বাকি পাঁচজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫০ লাখ রুপি করে।

মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লীর জার্সি গায়েই। গত আসরের এই পারফর্মারকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। গতবার তাকে এক কোটি রুপিতে দলভুক্ত করেছিল দিল্লী ক্যাপিটালস।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন