নাসিম রুমি: বেঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচে যা ঝলক মোস্তাফিজুর রহমান দেখানোর ম্যাচের প্রথম ভাগে দেখিয়েছিলেন। পাওয়ার প্লে-তে এক ওভারে দুই উইকেটের পর মাঝের দিকে নিজের দ্বিতীয় ওভারে আরও দুই উইকেট নেন মোস্তাফিজ।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে গতকাল রাতে আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ দেখিয়েছেন ডেথ ওভারে। প্রথম দুই ওভারে ২৩ রান দিলেও পরের দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন।
বাংলাদেশি বাঁহাতি পেসারের বোলিং ঝলকের দিনে চেন্নাই পেয়েছে টানা দ্বিতীয় জয়। গুজরাট টাইটানসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শিভাম দুবের ২৩ বলে ৫১ রানের ঝড়ের পাশাপাশি দুই ওপেনার রুতুরাজ ও রাচিন রবীন্দ্রর চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে চেন্নাই তোলে ২০৬ রান। জবাবে মোস্তাফিজের পাশাপাশি তুষার দেশপান্ডে ও দীপক চাহারের দারুণ বোলিংয়ে গুজরাটকে ১৪৩ রানেই আটকে দেয় চেন্নাই, জেতে ৬৩ রানে।
গতকালও মোস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লে-তে এক ওভারের পর মাঝের দিকে এক ওভার করায় চেন্নাই। ওভার দুটিতে খুব যে খারাপ বোলিং করেছেন ‘ফিজ’, এমন নয়। তবে এক-দুটি বাজে ডেলিভারি কিংবা ব্যাটসম্যানদের দারুণ দক্ষতায় রান এসে যায় সেই দুই ওভারে। দুই ওভারেই দুটি করে চারের মার খেয়েছেন মোস্তাফিজ।
তবে শেষে এসে খেল দেখিয়েছেন মোস্তাফিজ। ১৭তম ওভারে এসেই দ্বিতীয় বলে তাঁর কাটারে বিভ্রান্ত করেন রশিদ খানকে, উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন আফগান অলরাউন্ডার। ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ১ রান।
১৯তম ওভারে এসেও আবার দ্বিতীয় বলে উইকেট ফিজের। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি, রাহুল তেওয়াতিয়া উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন লং অফে। ওই ওভারে অবশ্য একটা চারসহ মোস্তাফিজ দিয়েছেন ৭ রান।