নাসিম রুমি: আর কিছুদিন পর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের ১৭তম আসরের। আসর শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
৫মার্চ সামাজিক যোগাযোগমধ্যম ফেসবুকে এক পোস্টে ধোনি লেখেন, ‘নতুন মৌসুম ও নতুন দায়িত্বের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।’ মুহূর্তেই ভাইরাল হয় ধোনির করা পোস্টটি।
ধোনি কোন ভূমিকায় আসছেন এ নিয়ে নানা আলোচনা হতে থাকে চারদিকে। অনুমান করতে শুরু করেন তার ভক্ত-সমর্থকরা। অনেকেরই ধারণা হয়তো মেন্টর হিসেবে আসবেন তিনি।
কেউবা কোচ হিসেবেই দেখছেন ধোনিকে। তবে ধোনি ফেসবুকে নতুন করে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি মেন্টর হয়েছেন চেন্নাইয়ের।