English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

আইপিএলে দল না পাওয়া মোস্তাফিজকে নিয়ে যে বার্তা দিলো চেন্নাই

- Advertisements -

আইপিএলের এবারের মেগা নিলামে হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১২ ক্রিকেটারের নাম তালিকাতে থাকলেও নিলামে তোলা হয়েছিল কেবল দুজনকে- মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে তারাও শেষ পর্যন্ত দল পাননি।

বিশেষ করে মোস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের সমর্থকরা। অথচ গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।

মোস্তাফিজের সাবেক দল চেন্নাই সুপার কিংস আগামী আসরের জন্য স্কোয়াড সাজিয়েছে। তবে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। এ তালিকায় মোস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পেজে এবার মোস্তাফিজদের স্মরণ করল চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে।’

মোস্তাফিজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই, রাজস্থান রয়্যালস ও দিল্লি ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে খেলেছিলেন। তবে এবারের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন