English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

আইপিএলে করোনার হানা: এবার আক্রান্ত বিসিসিআই কর্মকর্তা

- Advertisements -

সংযুক্ত আরব আমিরাতে ত্রয়োদশ আসর শুরুর আগেই করোনাভাইরাসের ধাক্কা সামলাতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষকে। এবার দুবাইয়ে করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক মেডিকেল অফিসার। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বোর্ডের এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত। তবে চিন্তার কোনো কারণ নেই। ঐ কর্মকর্তার কোনো উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছেন তিনি। তাকে আইসোলেশনে রাখা আছে। তবে অন্যান্যরা সুস্থ আছেন। উদ্বেগের কোনো কারণ নেই। করোনা আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।’
এর আগে দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩জনের করোনা পজিটিভ আসে। এরমধ্যে দুই জন খেলোয়াড়ও আছেন। তারা হলেন- পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। আক্রান্ত ১৩ জনকে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে। ভারতের করোনার প্রকোপ বেশি থাকায় এবারের আইপিএল হবে মুরুরদেশে। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন