English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

আঁধার কাটিয়ে আলোর অপেক্ষায় সাকিব

- Advertisements -

বাংলাদেশের ক্রিকেটাকাশ কালো মেঘে ছেয়ে আছে। ২০২১ সালে হারের বৃত্তে যেন ঘুরপাক খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। চারিদিকে শুধু হার হার আর হার। নিজেদের পারফরম্যান্সে হতাশ সাকিব আল হাসান নিজেও।

দলের সঙ্গে অধিকাংশ সময়ই ছিলেন না। ছুটি, ইনজুরি, দেশের খেলা রেখে আইপিএল যাওয়ায় তাকে পাওয়া যায়নি অনেকটা সময়। আবার তার উপস্থিতিতেও দল হেরেছে অনেকবার। ভালো করেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টেও। সব কিছু মিলিয়ে উন্নতির অনেক জায়গা রয়েছে বলে মনে করছেন সাকিব।

নতুন বছরে নতুন করে গুছিয়ে ভালো করার প্রহর গুনছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিয়েছেন সাকিব। চলতি বছরের পারফরম্যান্স মূল্যায়ন করতে বললে সাকিব অকপটে বলেছেন,‘হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা ফুলফিল করতে পারিনি। সেদিক থেকে হতাশ।’ এই হতাশা পেছনে ফেলে এগিয়ে যেতে চান সাকিব।

আঁধার কাটিয়ে আলোর অপেক্ষায় তিনি, ‘এরকম এর আগেও হয়েছে। যার পর আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরো উন্নতি করতে পারি।’ সাকিবের মতে, দলের ভেতরে বাইরে সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে বাংলাদেশ দলকে।

সেই সঙ্গে উন্নতির জায়গাগুলো খুঁজে সেসব নিয়ে কাজ করার পরামর্শ তার,‘সব জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। খেলার সময়ও ইমপ্রুভমেন্ট দরকার আছে। আবার খেলা ছাড়াও ইমপ্রুভমেন্ট দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গায় আইডেন্টিফাই করা যায়। একসাথে সবাই বসে সেসব জায়গায় যেন ইমপ্রুভমেন্ট করা যায়।’

নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। সাকিব এই যাত্রায় দলের সঙ্গে নেই। আগামী বছর বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। বিপিএলের পর আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর দল ছুটবে দক্ষিণ আফ্রিকা। এরপর জুন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডি সফর। আগস্টে জিম্বাবুয়ে আসবে। এরপর এশিয়া কাপ, বিশ্বকাপ, আয়ারল্যান্ড সফরও আছে। বছরের শেষে বাংলাদেশ আতিথেয়তা নেবে ভারতও। জাতীয় দলের হয়ে এসব আন্তর্জাতিক সিরিজে থাকবেন তো সাকিব? প্রশ্নটা করতেই সাকিবের হাসিমুখে উত্তর,‘না থাকার কোনো কারণ আছে…।’

সব ঠিক থাকলে বিপিএল দিয়ে আবার ক্রিকেটে ফিরবেন সাকিব। জানালেন, বিপিএলে বরিশালের জার্সিতে তাকে দেখা যেতে পারে,‘এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবো।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন