নাসিম রুমি: বার নতুন অবতারে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ লুকে ভক্তদের সামনে এলেন মাহি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি বিজ্ঞাপন যেখানে ধোনির নতুন এই লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ধোনিকে তাঁর ছবি ‘অ্যানিমাল’-এর নায়ক করে দেখিয়েছেন। এই চরিত্রটাই সিনেমাতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। এবার সেই লুকেই মহেন্দ্র সিং ধোনিকে তুলে ধরলেন সন্দীপ রেড্ডি
এই ভিডিয়োতে ধোনিকে রণবীর কাপুরের মতো এন্ট্রি নিতে দেখা যায়। এই সময়ে তাঁকে একেবারে গ্যাংস্টার হিসাবে দেখানো হয়েছে। এরপরে ধোনির মধ্যে দিয়ে রণবীর কাপুরের কলেজ লুককে তুলে ধরেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যেখানে মাহিকে সাইকেল চালিয়ে আসতে দেখা যায়।
এই সময়ে ‘অ্যানিমাল’ ছবির বিখ্যাত সংলাপ ‘ব্যাহরা নেহি হু, শুনাই দে রাহা হে..’ এটিও নিজের স্টাইলে বলেন মাহি। অর্থাৎ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ভিডিয়োতে মহেন্দ্র সিং ধোনিকে একেবারে ‘অ্যানিমাল’-এর রণবীর কাপুরে পরিণত করেছেন।