নাসিম রুমি: অস্ট্রেলিয়াকে প্রথম এক দিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হয়ে গেল তারা। তিনটি ফরম্যাটেই এক নম্বর দল হল ভারত।
অস্ট্রেলিয়াকে প্রথম এক দিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হয়ে গেল তারা। এই নিয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই এক নম্বর দল হল ভারত। এক দিনের ক্রিকেটে এক নম্বর স্থান থেকে সরিয়ে দিল পাকিস্তানকে।
শুক্রবার ম্যাচের পর আইসিসি-র তরফেই ভারতের এক নম্বর দল হওয়ার কথা ঘোষণা করা হয়। আইসিসি-র ওয়েবসাইট অনুযায়ী, ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। এক পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ১১১। তবে ভারতকে নিজেদের স্থান ধরে রাখতে গেলে পরের ম্যাচগুলিতেও জিততে হবে। না হলে আবার র্যাঙ্কিংয়ে অদল-বদল দেখা যেতে পারে।
ভারত তিন ফরম্যাটেই এক নম্বর হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল হলাম আমরা। এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার জন্য গোটা দলকে অভিনন্দন। মাঠে কতটা পরিশ্রম করেছে ছেলেরা, তা এই র্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। বিশ্বকাপের আগে দারুণ কৃতিত্ব।”