নাসিম রুমি: ভিসা জট কাটল পাকিস্তানের। অবশেষে বাবর আজমরা ভারতে আসার ভিসা পেলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এই খবর। আর ভারতের ভিসা পাওয়ায় আপাতত স্বস্তিতে বাবর আজমরা।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত রবিবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবর আজমদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছিল বাবরদের।
ঠিক ছিল রবিবারের পরিবর্তে বুধবার দুবাই যাবেন পাক ক্রিকেটাররা। বৃহস্পতিবার হায়দরাবাদে গা ঘামানোর ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। কিন্তু ভারতে আসার ভিসা না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছিল পাকিস্তানে।
পিসিবি কড়া ভাষায় নালিশ জানায় আইসিসি-র কাছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে আগাগোড়া যোগাযোগ রাখছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু হাতে ৪৮ ঘণ্টারও কম সময়। এখনও ভিসা না মেলায় আইসিসি-কে কড়া ভাষায় পিসিবি লিখেছিল, একমাত্র পাকিস্তানই এখনও পর্যন্ত ভিসা পায়নি।
এই ধরনের ব্যবহার একেবারেই সহ্য করা হবে না। বিষয়টার সমাধানসূত্র বের করার জন্য আইসিসি কী পদক্ষেপ করছে তাও জিজ্ঞাসা করেছে পিসিবি।
এর পরেই নাটকীয় পালাবদল। জানা যায়, ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে চর্চা শুরু হয়। ভারতের ভিসা মিলে যাওয়ার ফলে আর সমস্যা নেই বাবর আজমদের। নিজেদের মতো করে পরিকল্পনা সাজাবে তারা।