নাসিম রুমি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজ শহর মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও মাগুরার মানুষ তাকে মেনে নেবেন বলে মনে করেন সাকিব।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংসদ সদস্য হিসেবে মাগুরার মানুষ আপনাকে চান কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমি ১০০ ভাগ অনুভব করছি যে তারা আমাকে চান। তবে সেটা ভোটের মাধ্যমে প্রমাণিত হতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে আমি এমনি এমনি নির্বাচিত হয়ে যাব। কিন্তু এটা ভেবেও যেন তারা ভোটটা আমাকে দেন। আমি সবার উদ্দেশে একটা কথাই বলব—যাকেই ভোট দিন, ভোটটা দিন।’
তিনি আরও বলেন, ‘সুন্দর উৎসবমুখর একটা নির্বাচন হোক। ছোটবেলায় দেখেছি ভোট মানে উৎসব। এরপর খেলার কারণে অনেক সময় এলাকায় থাকা হয়নি ভোটের সময়। তবে মনে আছে, ভোটের সময় একটা উৎসবের আমেজ তৈরি হতো। আমি চাই, সেই পরিবেশ তৈরি হোক।