English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
- Advertisement -

অধিনায়ক হতে আপত্তি নেই তাসকিনের

- Advertisements -

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। এমন খবর চাউর হওয়ার পর থেকেই সম্ভাব্য অধিনায়কদের নিয়ে কানাঘুষা চলছে। কেউ তাওহিদ হৃদয়কে শান্তর উত্তরসূরি ভাবছেন তো কেউ আবার পেসার তাসকিন আহমেদে ভরসা খুঁজে পাচ্ছেন। তবে শান্ত এখনো নেতৃত্ব ছাড়েননি। বিসিবি আসন্ন আফগানিস্তান সিরিজেও তাকেই অধিনায়ক করেছে।

তবে আফগানিস্তান সিরিজের জন্য শনিবার (২ নভেম্বর) আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে হৃদয়-তাসকিনদের অধিনায়কত্ব নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তারা দুজনেই বিষয়টি বিসিবির কোর্টে ঠেলে দিয়েছেন।

অধিনায়কত্বের প্রশ্নে তাসকিন বলেছেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’

এদিকে দীর্ঘ আঁট মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। লম্বা বিরতির পর ফিরলেও আফগানিস্তান সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন তাসকিন, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডের সবগুলো হবে শারজায়। সেখানকার উইকেট নিয়ে তাসকিনের মূল্যায়ন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে। সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশাআল্লাহ।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন