English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার হুমকি দিলেন ধোনি

- Advertisements -

এবার আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি।

সোমবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১২ রানে জেতে চেন্নাই। কিন্তু ২১৭ রান তুলেও মাত্র ১২ রানে জয় পছন্দ হয়নি ধোনির। দলের বোলারদের নিয়ে খুশি নন তিনি।

ধোনি বলেছেন, ‘উইকেট মন্থর হলেও এই পিচে রান করা সহজ ছিল। ঘরের মাঠে আগামী ছয়টি ম্যাচে কেমন পিচ হয়, সেই দিকে নজর থাকবে। আশা করব সেই ম্যাচগুলিতেও রান করতে পারব। আমাদের দলের পেসারদের একটু উন্নতি প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বল করতে হবে তাদের। পাটা পিচ হলেও ব্যাটারদের বাধ্য করতে হবে ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল মারার জন্য। নো বল করা যাবে না। প্রচুর অতিরিক্ত রান দিয়েছি আমরা। এটা কমাতেই হবে। না পারলে অন্য কোনও অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে দলকে।’

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াদ ৩১ বলে ৫৭ রান করেন। অন্য ওপেনার ডেভন কনওয়ে ২৯ বলে ৪৭ রান করেন। তাদের দাপটে ৮ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই। পরের দিকে ব্যাটাররাও দ্রুত রান তোলেন। ধোনি নিজে তিনটি বল খেললেও দু’টি ছক্কা হাঁকান। ২১৭ রান তোলে চেন্নাই। জবাবে লক্ষ্ণৌ শুরুটা ভালই করেছিল। কাইল মায়ার্স বিধ্বংসী মেজাজে ছিলেন। ২২ বলে ৫৩ রান করেন তিনি। লোকেশ রাহুল ১৮ বলে মাত্র ২০ রান করেন। ২০ ওভারে ২০৫ রান করে লক্ষ্ণৌ। ১২ রানে হেরে যায় তারা।

ম্যাচ শেষে ধোনি বলেন, ‘দুর্দান্ত ম্যাচ। প্রচুর রান উঠল। আমরা সকলেই ভাবছিলাম যে, উইকেট কেমন হবে। মনে একটা দ্বিধা ছিল। অনেক বছর পর এখানে খেলতে নেমেছিলাম। মাঠভর্তি লোক দেখে ভাল লাগছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন