নাসিম রুমি: গতকাল ডিপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। আজ ফিরলেন মাশরাফী বিন মোর্ত্তজা। শুধু ফেরেননি, প্রতিপক্ষের চোখ-নাকের জল এক করে ছেড়েছেন। এরই মধ্যে শিকার করে ফেলেছেন ৫ উইকেট।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফীর দল লিজেন্ডস অফ রুপগঞ্জ। ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন মাশরাফী। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সাবেক অধিনায়কের এটি অষ্টম পাঁচ উইকেট শিকার।
মাশরাফী ফেরান গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রীতম কুমার, সাব্বির শিকদার, ফয়সাল রায়হান, মইন খান ও যুব দলের অধিনায়ক মাহফুজুর রাব্বীকে।
তাতে ৩৫.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ ৪১ রান করেছেন আনিসুল ইসলাম। মাশরাফীর ৫টি ছাড়াও আবদুল হালিম ২টি, শুভাগত ও নিহাদুজ্জামান ১টি করে উইকেট শিকার করেছেন।
গত ৩০ জানুয়ারি বিপিএলে ফরচুন বরিশালের সঙ্গে শেষ ম্যাচ খেলেছিলেন জাতী সংসদের হুইপ মাশরাফী। এর পর রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য মাঝপথেই বিপিএল ছাড়েন তিনি। তার পর থেকে জাতীয় সংসদ অধিবেশন ও নিজ আসন নড়াইলে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেন মাশরাফী। লিস্ট এ ক্রিকেটে ৩৩৫ ম্যাচে ৪৬৪ উইকেট রয়েছে মাশরাফীর ক্যারিয়ারে।