ফের কমেন্ট্রি বক্সে ফিরে আসছেন সৌরভ। বড় কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোনা যেতে পারে তার সুললিত কণ্ঠ এবং মার্জিত বিশ্লেষণ। সৌরভ নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এই ব্যাপারে বাংলার মহারাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে তিনি আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের বাইরে আর কিছু ভাবছেন না। কিন্তু সম্প্রচারকারী সংস্থা সূত্রে জানা গেছে যে, ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার ধারাভাষ্য দেয়ার কথা পাকা। আবার শোনা যাবে সেই ক্ষুরধার ক্রিকেট মস্তিস্কের বিশ্লেষণ।
ভারতীয় বোর্ডের সভাপতি হওয়ার আগে সৌরভ নিয়মিত ধারাভাষ্য দিয়ে এসেছেন। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হয়ে যাবে বলে তিনি ধারাবিবরণীর জগৎ থেকে সরে দাঁড়ান।
আইপিএলের পর দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে তার হাতে কোনও কাজ থাকবে না। তাই ক্রিকেট ধারাভাষ্যতে ফিরছেন তিনি।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কে এল রাহুলের বদলি হিসেবে ঈশান কিষানকে দলে নেয়ার রহস্য ফাঁস করলেন অন্যতম জাতীয় নির্বাচক শিব সুন্দর দাস।
তিনি বলেন, ঋদ্ধিমান সাহার নাম কোনও সময় আলোচনায় ওঠেনি।