টানা বাজে পারফর্মেন্সের কারণে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোঝা হয়ে গেছেন সুনিল নারাইন। উইন্ডিজের এই অল-রাউন্ডার বোলিং কিংবা ব্যাটিং- কোনোভাবেই দলে অবদান রাখতে পারছেন না। গত তিন মৌসুম ধরেই এমন চলছে। তবু তাকে বাদ দিচ্ছে না নাইট রাইডার্স। তবে আগামী মৌসুমে যে সুনিলকে নিয়ে নতুন করে ভাবতে হবে- সেটা অনুমান করা অসম্ভব নয়। তাহলে উপায়?
সুনিল নারাইনের এই বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন গঙ্গা। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বোলিং অ্যাকশন বদলানোর পর সুনিলকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নিয়মিতভাবে সুনিলরের বিরুদ্ধে ঢিল মেরে বল করার অভিযোগ উঠেছে। এই কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত থেমে গেছে। কিন্তু আমার কাছে সুনিল এখনও শক্তিশালী বোলার। কে বলতে পারে, সে আইপিএলের অন্য কোনো দলে যোগ দিলে আবারও ভালো খেলবে না?’