English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সুনিল নারাইনের পারফর্মেন্স নিয়ে যা বললেন তার স্বদেশি ক্রিকেটার

- Advertisements -

টানা বাজে পারফর্মেন্সের কারণে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোঝা হয়ে গেছেন সুনিল নারাইন। উইন্ডিজের এই অল-রাউন্ডার বোলিং কিংবা ব্যাটিং- কোনোভাবেই দলে অবদান রাখতে পারছেন না। গত তিন মৌসুম ধরেই এমন চলছে। তবু তাকে বাদ দিচ্ছে না নাইট রাইডার্স। তবে আগামী মৌসুমে যে সুনিলকে নিয়ে নতুন করে ভাবতে হবে- সেটা অনুমান করা অসম্ভব নয়। তাহলে উপায়?

সুনিল নারাইনের এই বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন গঙ্গা। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বোলিং অ্যাকশন বদলানোর পর সুনিলকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নিয়মিতভাবে সুনিলরের বিরুদ্ধে ঢিল মেরে বল করার অভিযোগ উঠেছে। এই কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত থেমে গেছে। কিন্তু আমার কাছে সুনিল এখনও শক্তিশালী বোলার। কে বলতে পারে, সে আইপিএলের অন্য কোনো দলে যোগ দিলে আবারও ভালো খেলবে না?’

তাছাড়া সুনিল নারাইনকে এখন নাইট রাইডার্সের জন্য অপরিহার্যও মনে করছেন না গঙ্গা, ‘নাইট রাইডার্সে এখন আরও দুই জন স্পিনার আছে। আগে কোনোদিন এমন হয়নি। প্রথম প্রথম বরুণের সঙ্গে বল করত সুনিল, এখন সুযশের সঙ্গেও বল করছে। ফলে বোলার হিসাবে তার ভূমিকা বদলে গেছে। টি-টোয়েন্টিতে একটা ইনিংসে যদি তিনজন বল করে, তাহলে কেউ না কেউ তো উইকেট নাও পেতে পারে। এমনও হতে পারে, সুনিলের সঙ্গে বল করেই ওরা সাফল্য পাচ্ছে!’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন