জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। আগামীকাল বুধবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আটটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে।অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরাও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট। সর্বনিম্ন টিকেটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।এছাড়া এই প্রতিযোগিতার খেলা দেখা যাবে টি স্পোর্টসে।