জিম্বাবুয়ের বিপক্ষে এর আগেও তিন ফরমেটে সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে এবারের জয়টা তাদের মাটিতে। তাইতো এর গুরুত্ব অনেক। আজ হারারেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাচ উইকেটে জয় ২-১ এ সিরিজ বাংলাদেশের।
এর আগে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একদিনের সিরিজও জিতেছে টাইগাররা। এবারের সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি বাদে সব ম্যাচেই জয় এসেছে। শেষ পর্যন্ত তিন ট্রফি জিতে অজিদের বিপক্ষে খেলার প্রস্ততিটা ভালোই সেরেছ বাংলাদেশ দল। সিরিজ জয় করে ট্রফি নিয়ে একটি ছবি তুলতে দেখা যায় সাকিব আল হাসনাকে। আর সেই ছবি শেয়ার দিয়েছেন তাসকিন আহমেদ।
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পার্টটাইমার সৌম্য সরকার। তিন ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। শরিফুল ইসলাম চার ওভারে ২৭ এবং সাকিব চার ওভারে ২৪ রান দিয়ে নেন একটি করে উইকেট। সাইফউদ্দিন এক উইকেট পেলেও চার ওভারে দিয়েছেন ৫০ রান।
ব্যাটে-বলে দারুণ অবদান রেখে সৌম্য জিতলেন সিরিজ সেরার পুরস্কার। ক্যারিয়ার সেরা ইনিংসের সঙ্গে আঁটসাঁট বোলিংয়ে দুই উইকেট নিয়ে সিরিজ-নির্ধারণী ম্যাচের সেরাও তিনিই।