English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

সাকিবকে প্রশংসায় ভাসালেন হাথুরুসিংহে

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুকে দেখা যায়, ভালো পারফরম্যান্স করায় তিন ক্রিকেটারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। বিসিবির দেওয়া সেই সম্মাননা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার আর টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুকে দেখা যায়, ভালো পারফরম্যান্স করায় তিন ক্রিকেটারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। বিসিবির দেওয়া সেই সম্মাননা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার আর টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হয়েছেন।

সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়ে হেড কোচ হাথুরুসিংহে বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ডের মতো জায়গায় থাকলে এতদিনে তোমার ১০ থেকে ১২ হাজার রানের ওপরে থাকত। ৭ হাজার নয়, আরো বেশি রান করতে পারতে তুমি। তারপরও এখানে থেকে যা করেছ, এগুলো তোমার মেধার পরিচয় দেয়। এটা অনেক বড় অর্জন।’

টাইগার বস আরও বলেন, ‘বাংলাদেশের হয়ে তুমি যাদের বিপক্ষে খেলেছ, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। গত পাঁচ-ছয় বছরের কথা বলছি না। আমার কাছে মনে হচ্ছে তুমি যেভাবে রান করো এবং এর আগে যেভাবে বল করেছ, সেটি খুব সহজ নয়। যে কোনো দল থেকে তোমার পারফরম্যান্স অনেক এগিয়ে থাকবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

হাসুন, হাসিতে ভালো থাকুন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন