English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

সাকিবকে খেলাতে দুই প্রস্তাব দিয়েছিল কেকেআর, মানেনি বিসিবি

- Advertisements -

নাসিম রুমি: সবমিলিয়ে টুর্নামেন্টের অনেকটা সময় সাকিবকে পাওয়া যাবে না ভেবে তার বদলে আরেকজন বিদেশি খেলোয়াড় নেওয়ার প্রস্তাব পাঠায় কেকেআর। সাকিব সেই প্রস্তাবে রাজি হয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

কিন্তু কেকেআর নাকি সাকিবকে পেতে জোর চেষ্টা করেছিল, বেশ কয়েকটি উপায়ে। কিন্তু উপায়ন্তর না দেখে বাধ্য হয়েই শেষ পর্যন্ত বিকল্প ভাবে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেকেআরের কোনো প্রস্তাবেই রাজি হয়নি। কলকাতার জাতীয় দৈনিক ‘আনন্দবাজার’ দাবি করেছে এমনটাই।
তারা জানিয়েছে, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটন দাসকে দলে পেতে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর।

আনন্দবাজারের দাবি, টেস্ট দলে প্রথমে ছিলেন না সাকিব। কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক।

আবার যখন মে মাসে বাংলাদেশ ইংল্যান্ডে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যাবে, সেই সময় সাকিবকে ছেড়ে দিবে কেকেআর, লিটন থাকবেন আইপিএলে। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার যোগ দেবেন কেকেআরে। তাহলেই দুই পক্ষের সমস্যা মিটে যাবে। এমন প্রস্তাব ছিল কেকেআরের পক্ষ থেকে।

কিন্তু কেকেআরের এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বিসিবি দেশের দুই ক্রিকেটারকে জাতীয় দলের একটি খেলাতেও ছাড়তে চায়নি। সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়। যার ফলে তার আইপিএল খেলায় সমস্যা হয়। যার ফলশ্রুতিতে নাম শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন