ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে মডেলিংয়ে দেখা গেছে। দ্রুতই তাকে দেখা যেতে পারে চলচ্চিত্রে। বলিউড লাইফের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়-দুনিয়ায় পদার্পণে প্রস্তুতি নিচ্ছেন সারা। অভিনয়ে প্রশিক্ষণ নিচ্ছেন এবং কিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তিও সেরেছেন। তবে নির্দিষ্ট করে সিনেমার নাম বা অন্য কোনো তথ্য এখনো জানানো হয়নি। সারা ও তার পরিবার থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
লন্ডন ইউনিভার্সিটি থেকে মেডিসিন বিষয়ে পড়াশুনা করেছেন সারা। তবে গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়েই সারা বেশি আগ্রহী বলে জানা গেছে। সম্প্রতি একটি পোশাকের ব্রান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে ২৪ বছরের সারাকে।
এর আগে গুঞ্জন রটেছিল, শহীদ কাপুরের বিপরীতে অভিষেক হতে পারে সারার। পরে তার বাবা শচীন টেন্ডুলকার সে গুঞ্জন উড়িয়ে দেন। তিনি সেসময় জানিয়েছিলেন, সারা পড়াশুনা নিয়ে ব্যস্ত।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন শচীন। তাদের সংসারে এক ছেলে অর্জুন ও এক মেয়ে সারা। বাবার মতো অর্জুনও ক্যারিয়ার গড়েছেন ক্রিকেটে।