ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে বিবাদমান অবস্থায় থাকা স্ত্রী হাসিন জাহানকে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে হাসিনের অভিযোগের পর সেই যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সেই যুবক চাকরিও হারিয়েছেন। খবরটি হাসিন নিজেই জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবকের একটি ছবিও প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে হাসিন সেই যুবকের ছবি পোস্ট করেন। যদিও তার মুখ ঢেকে দেওয়া হয়েছে। ক্যাপশনে হাসিন লিখেন, ‘দিনের পর দিন হেনস্থা করছিল। এবার ধরা পড়েছে। গ্রেপ্তার হওয়ার পরে সব দম বেরিয়ে গিয়েছে। এখন শুধু ক্ষমা চাইছে। বলছে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। লাল কালির দাগ লেগে যাবে। এটাই তো ওদের ক্ষমতা। চাকরিও চলে গিয়েছে ওর। এ রকম অনেক হতাশ পাগল আছে।’
এই যুবকের বিরুদ্ধে মামলা চলছে বলে জানিয়েছেন হাসিন, ‘তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো কাজ করার আগে ভাবতে হবে যে ফল কী হতে পারে? কেউ কারও বিষয়ে মাথা ঘামায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে।’
যদিও সেই যুবক কে বা তিনি কোথায়, কী ভাবে হাসিনকে হেনস্থা করেছেন সে সব নিয়ে কিছু জানাননি তিনি।
এর আগে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের সময় শামিকে নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছিলেন হাসিন। তিনি জানিয়েছিলেন, শামি বিশ্বকাপে যত ভালো খেলবেন তত তার সুবিধা। কারণ, তা হলে তিনি ভরনপোষণ বেশি পাবেন। দীর্ঘ দিন শামির সঙ্গে আইনি লড়াই চলছে হাসিনের। বিবাহ বিচ্ছেদের মামলার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলাও করেছেন হাসিন।
পরে বিশ্বকাপ শেষে এই বিষয়ে মুখ খুলেছিলেন শামি। তিনি জানিয়েছিলেন, তিনি তো খুন করেননি। তা হলে কেন কাউকে ভয় পাবেন।