English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তান ১৫৮/৪

- Advertisements -

নাসিম রুমি: দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম (২/৩০) ও হাসান মাহমুদ (২/৩৩)।

রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে পাকিস্তান। ৫৭ রানে সৌদি শাকিল ও ২৪ রানে মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন। ৪১ ওভারের খেলায় দুটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম (২/৩০) ও হাসান মাহমুদ (২/৩৩)।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল সাড়ে চার ঘণ্টা দেরিতে। শুরুতে ভেজা উইকেটের সুবিধা নেওয়া যাবে বলে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনিং বোলার হতাশও করেননি। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম মিলে প্রথম ৯ ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের ৩ উইকেট। হাসান ফেরান আবদুল্লাহ শফিককে। শরীফুলের শিকার শান মাসুদ ও বাবর আজম। দুজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে। ৩ উইকেটে ৮১ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। জুটি বেড়ে ৯৮ রান হওয়ার পর তা ভেঙেছেন হাসান মাহমুদ দিনের শেষ সেশনের পানি পানের বিরতির পরপরই। তার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়েছেন সাইম। বাঁহাতি এ ব্যাটসম্যান ৯৮ বলে ৫৬ রান করেছেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।

দিনের শেষ বেলায় সাকিব আল হাসানের বল তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার দুই ওভারের পরই দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন