নাসিম রুমি: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারকাবহুল দল গড়েছে রংপুর রাইডার্স। বরাবরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শক্তিশালী দল গড়ে তারা।
এ মৌসুমে রংপুরের হয়ে খেলবেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, বাবর আজমদের মতো তারকা ক্রিকেটার।
সাকিব এখনও তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক।
গত আসরে রংপুরের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। এবার কে থাকবেন এ নিয়ে কিছুটা দ্বিধা ছিল।
তবে শেষ অবধি সাকিবের চাওয়াতেই অধিনায়কত্ব করবেন সোহান, এমনটি জানিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক।
মঙ্গলবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এ মৌসুমে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম।
কিন্তু সাকিবই আমাদের বলেছে সে অধিনায়কত্বের চাপ নিতে চায় না। এজন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করেছি। ’
সাকিব এখন দেশেও নেই। বিশ্বকাপের সময় চোখে সমস্যার জন্য ঠিকঠাক ব্যাটিং করতে পারেননি। মাঝে চলে গেলেও কয়েকদিন আগে তার ওই সমস্যা ফিরে আসে। দেশে সমাধান না পাওয়ায় সাকিব গেছেন লন্ডনে। তার সর্বশেষ অবস্থা কী?
এমন প্রশ্নের উত্তরে ইশতিয়াক সাদেক বলেন, ‘আলহামদুলিল্লাহ। তার বাংলাদেশে যে আপডেট ছিল, চোখে ফ্লুইড জমা হয়েছে। লন্ডনেও এনজিওগ্রাম করে একই রিপোর্টই পাওয়া গেছে। আজকে একটা দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি তার বড় কোনো পরিবর্তন হবে না। স্ট্রেস ফ্রি জীবন কাটাতে হবে। সে ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে। ’
এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি খেলবে রংপুর রাইডার্স। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এ ম্যাচে থাকবেন সাকিবও। এর আগের দিন দলের সঙ্গে অনুশীলনও করার কথা রয়েছে তার।